তোমাকে চাইতে এসেছি রাতের কাছে
প্রশ্ন উদ্ধৃত সন্ধ্যাবেলা
একটু স্পর্শ তোমার আমাকে কতকাল বাঁচিয়ে রাখে প্রেম-অপ্রেমের আবরণে।
তোমাকে জানতে এসেছি মেঘমল্লার দেশে
মিহি বাতাসের ঠাণ্ডা আলোর প্রিজমে সপ্তকণ্ঠ হাতবুলায় আর গল্প বলে- 'তোমার একটু সম্ভাষণ কতটা উদ্বেল করেছিল আমার তরুণ প্রাণ।
তোমাকে ছুঁতে এসেছি আলিঙ্গনে একবার
পৌষফাগুনের পালায় জানত না কেউ
বুকের পাঁজরে জমে থেমে গেছে ঢেউ
বরফ গলিয়ে দিনান্তের অভ্যর্থনা দিয়েছিলে ঢেলে।
তোমার রঙ্গিন নখে এসেছে কাঠঠোকরা প্রতীক্ষা
জানতে চায় নিষিদ্ধ সময়- অবরুদ্ধ তোমার উন্নতবক্ষে কতক্ষণ করেছি সমাপন।
তোমার লজ্জার অনতি কোলে শিশুরমত মাথা রেখে, মমতা জড়ানো হাতের স্পর্শ- 'কতকাল তোমার বিনিদ্র রাতে ফুলসজ্জার আবেশ নিয়ে আসে'।
দেখতে দেখতে শতবার উজাড় হয় বন
পাতায় পাতায় স্পর্শে জ্বলে ওঠে আগুন
আগুনের কোমল ছুঁয়া আজীবন তোমার গুণগান করে,
আমার দেহে সে-আগুন পুড়া ধূপেরগন্ধ সুবাসিত করবে তোমার ফানুস রাতের উৎসব চিরদিন।
                                                                     (১লা জুন, ২০১৯)