তুমি কতদূর থেকে এসেছ বলো
ধরো সমুদ্র সৈকতে দাঁড়িয়ে যতটুকু দেখা যায়
কিংবা একটা তুফান-মেইল শহরের মায়া ছেড়ে
যতদূর সামনে যায়; জানালা ধরে বসে থাকা
প্রেমিকের নস্টালজিয়া ভেদ করা মৌনকাল
দিশাহীন চোখের নির্দয় অতীত, তোমার সব দূরত্ব আজ আমার সামনে দাঁড়িয়ে বৃক্ষেরমত, ডালপালা ছড়ানো আকাশপানে ছায়াতল পাখির কলরব, কিশোরের প্রথম প্রেমের ঠোঁট কাঁপা কথার অনুরোধ, সব বুকে তুলে নেয়
যদি একবার শোনে, যতদূর থেকে এসেছ কেবল একটি কথা বলতে 'ভালোবাসি' দূর থেকে নয়
কাছে যাওয়ার অসহ্য অপেক্ষাসম।
                                  
(১৬ই জুন, ২০১৮)