গতকালই সবে পড়েছি ঊনিশে
কৈশোরের শেষ ধাপ
যৌবনের চৌকাঠে।
আকাশজুড়ে মেঘের বাড়ি
মায়ের টিপে সূয্যিমামা
নিঃশব্দ ফড়িং ধরা
শিশিরভেজা ঘাসে পা
বালিকার প্রতি বার বার ভুল
সরস্বতীপুজোয় রাত জাগা
এসবই বেশি বেশি
করে নিতে হবে
এই শেষ বছরে।
তারপর না হয় আবার
আসুক ফিরে
কপালের বলিরেখা
ভালোমন্দের সংসার
নিস্তরঙ্গ রৈখিক জীবন।
'১৯ এর যা কিছু
সুবাসিত ছেলেমানুষি
শুষে নিতে হবেই
তার ঘ্রাণ।