ধর্মের এই বেড়াজালে জড়িত মোর বিহঙ্গ,            তোর সাথেই বাঁধবো ঘর হবো তোর তরঙ্গ।


তোর প্রেমেতে বেঁধে ঘর, হলাম আজ ভবঘুরে,
তোর সাথেই চলবো পথ জীবনভর।


প্রেমের অংলকারে সাজবো আমি,
মিলন শেষে সাজাবি কোন উপমায়?


নিদারুন ইচ্ছে গুলো চাপা পড়েছেধর্মের বেড়াজালে, ঠিক যেনো দুই বাংলার মাঝ খানে।


ভালোবাসার কাছে হারমেনেছে ধর্ম বহুবার,তাই যোদ্ধা আকবর আজ বেমিশাল।