ক্ষণিক আশার কাচের ঘর-
মজার খোরাক,
বিপন্নতার ক্ষুব্ধ ত্রাস আর যন্ত্রণা,
কোন মুখে প্রকাশ পাবে?
বোবা হয়ে থাকে বেমানান বক্তব্য
সাময়িক আবেগের ফল স্বরূপ
চেনাজানা গণ্ডি পার হলেই বা কি!
তিক্ততা গোপনীয়তা মানে না।
সুখে-দুখে অনুভূতির প্রকাশ
বেগতিক দেখে ক্ষণিক অভিনয়;
তীব্র অভিঘাত পাওয়ার সময়,
মুহূর্ত হয়ে থাকে আজীবন।
জীবনের সমীকরণের ব্যর্থতা-
হালকা হাওয়া , নিরব স্বীকারোক্তি,
কোন এক নিঝুম রাতের নিঃশ্বাস,
অবাধ্য অনুভূতিগুলোর গোপন বন্ধু