খারাপ সময় আর নিয়ন্ত্রনহীন সমাজ,
অনৈতিকতার হামলায় বাকরুদ্ধ-
পিছু নেওয়া বিপদ সংকেত কড়া নাড়ে দিনরাত,
তবু বহুরূপীদের সহায় অজুহাত;
এসব এখন থামার নয়।
আখের গোছানো শিল্পীদের দেখলে করুণা হয়;
সত্যি স্বার্থপরতাও একটা শিল্প
দুর্বল সমাজের হয়তো এটাই নিয়তি।
আসলে যুগের এখন কলিকাল।
সময়ের চাকা শুধু ঘোরার অপেক্ষা, আজ
আজ চতুর্দিকের দুর্নীতির অগ্নি ক্রমবর্ধমান
অনিশ্চয়তার আগামীতে মুহূর্তেরা বিষাদগ্রস্ত-
অবতারের অবতরণের আশায় ,
সবাই যেন তীর্থের কাক।
যাক এসব ভেবে গতি হবার নয়।
বেহুঁশ সমাজের হুঁশ ফেরানো কঠিন;
সাময়িক ঝঞ্ঝাট নয়, এ থামা কঠিন, বাস্তব শুদ্ধিকরণের নিমিত্তটাও বাতুলতা।
তবুও কবিয়ালদের লেখনীর ব্যাপ্তি ,
থামাতে পারে অমানবিক চূড়ান্ততা।