শবের মাঝে উঠছে ধোঁয়া,রবের মাঝে শান্তি:
অসাড় হয়ে আসছে দেহ,মনের বড় ক্লান্তি!
বাধ না মানা চোখের জলে,রয়েছে বিষাদ মিশে _
ছিলো যে পাশে বড্ড কাছের-উধাও একনিমেষে ।
আগুনের গ্রাসে পুড়ছে দেহ,দাঁড়িয়ে দেখছে চোখ ,
প্রিয়জন আজ চলে গেছে দূরে-রেখে দিয়ে গেছে শোক !
আকাশে রোদ উঠেছে তবুও মেঘ জমেছে মনে;
শান্তনা তো দিচ্ছে সবাই,তবুও তা-কে শোনে?
আসবেনা সে ফিরে কখনও,যে একবার চলে যায়;
তাইতো হৃদয় গুম মেরে আছে বিহ্বল-প্রীত ছায়ায়-
শবের আগুন নিভলেও,মনের আগুনের আঁচ পাই,
হৃদয় আজকে দিশাহারা হল,প্রিয়জন হল ছাই।
নিজের কান্না শোনা যাচ্ছেনা,শ্মশানের কোলাহলে,
চিতাভস্মেরও বিদায়ের পালা শান্ত নদীর জলে।
হারিয়ে গেছে সুখের ঠিকানা শোকের ছায়ায় ঢাকা ,
আশেপাশে আর সাথে নেই কেউ,চত্বর বড় ফাঁকা ।
ফেরার গতি বড়ই ক্লিশে-ভারাক্রান্ত চিত্তে
শোকের দিন যে মন বিদারিত-প্রিয়জনের শেষকৃত্যে॥