বোধোদয় পড়েও বোধ উদয় হলনা,
চাপা ব্যথা বেদনারা নিষ্কৃতি পেলনা।
দিশাহীন জীবনের প্রতিপদে ভাবনা -
ন্যায়নীতি নিয়ে চলা মানুষের স্বভাব-না।
সত্যিটা উঁকি দিলেও মিথ্যে লুকায় তাকে ,
অন্যায়-কুকর্মের ঝলকানি চোখে লাগে !
অসমাজিকতায় মোড়া সমাজের শিরোনাম ;
উপকারীর কপালে জোটে শুধুই দুর্নাম!
হাতে হাত রেখে পাশে দাঁড়ানোর প্রয়োজন ,
তবু সেটা বুঝে-শুধু ভান করে কতজন!
দশের সেবার কথা বলে গেছে গুণি-সব
তরুণ সুকান্তরা তাই তোলে কলরব।
কবে সকাল হবে রাত্রি আর ঘোচেনা!
ওপরওয়ালাই খেলোয়াড় আমরা তো খেলনা ;
মরণের থেকে বেশী শোক আছে জীবনে ,
খেলার আগে হেরে গেছি বাস্তবের ময়দানে॥