তুমি আমার সেই প্রেম ,
যার উষ্ণ আবেদন আমার আশা -
যার আন্তঃচাহনি আমার বুকের শ্লেষ
তুমি আমার সেই প্রেম ,
যার হাতের স্পর্শে কেটে যায় কয়েক মুহূর্ত:
কিছু উদাস ব্যথা নিমেষে মুছে যায় ,
তুমি আমার সেই প্রেম ,
যার হালকা আওয়াজের নেশা
আমার বোহেমিয়ান মনের আকুলতা।
তুমি আমার সেই প্রেম ,
যার স্বত্বাকে শুধু আমার বানাতে চেয়েছি
কিছু চাওয়া পাওয়ার মাঝে ।
তবে কেন মিথ্যা প্রতিশ্রুতিতে
তীর হারানো নৌকার মতো ভাসিয়ে রাখো?
কেন অপরাধীর কালো দাগের গভীর ক্ষত
তোমার বেদনাশ্রু দিয়ে ধুয়ে দাও:
কেন আমার কাব্যিক মননের ঈশান কোনে
বাজিয়ে যাও প্রেমের আবাহনী সঙ্গীত?
তবে কি তুমি আমার সেই প্রেম!
যার খামখেয়ালের খেয়ালী আমি
তোমাকে খুঁজে চলেছি উদ্ভ্রান্তের মতো ;