বাঙালি মোরা একজাতি রে ভাই
রক্তের দামে কেনা,
আঠারো কোটি সৈনিক মোরা
কিসের গোপন লেনা দেনা?


একাত্তরে সৈনিক ছিল না
ছিল না বারুদ ট্যাংক!
রক্ত আমার এটম বোমা
চেতনা বারুদ ব্যাংক।


দু বেলা নয় নাই বা পেলাম
দুটো ডাল ভাত,
স্বজাতি নিয়েই বাচব মরব
বাড়াস নে ভিক্ষার হাত।


দেশের খেয়ে দেশের তরেই
সাজাব দেশ সংসার,
হাত পাতি নি অন্যের দ্বারে
পদ্মা সেতু দেশের অঙ্গীকার।


আঠারো কোটি বাঙালি মোরা
ছত্রিশ কোটি হাত,
ওঁত পাতা ঐ শকুনগুলোর
তুলে নিব দাঁত।


সেই স্বজাতি মোর স্বাধীন আছো
কেন পরাধীনতার চুক্তি?
চুক্তি যুক্তি পা দিয়ে লুটাও
আত্মবিশ্বাস ই আমার মুক্তি।