কাব্য লিখে কি আর হবে
জাতির কি ফিৱবে জ্ঞান?
শেয়াল বৃত্তি যায় টুটিয়ে
সিংহ বেশে গড়বে মান?


বীর পুরুষ না কাপুরুষ
নারীর কাছে হার মানায়,
নারীই কিন্তু মায়ের জাতি
উল্টো সিধে বুঝিস নে তাই।


হয়তো বালক কিংবা পুৱুষ
বয়সের কি আছে জোড়?
প্ৰেম পিড়িতির অবৈধতা
শুদ্ধ আছে কয়টি কিশোর?


জ্ঞানে মানে জাতির সপন
যারাই ছিল তাঁজ!
ভাৰ্চুয়ালের নগ্ন থাবায়
কোথায় গেল আজ?


কয়টা ছেলে পড়ে বলো
বিদ্যা পাইতে হায়!
বাবার দেয়া অৰ্থে দেখ
অবৈধ সম্পৰ্ক গজায়!


কিসের তোমার শিক্ষার বুলি
কিসের শোভা পায়?
কয়টা ছেলে বসছে মনে
বলছি বালিকা তোমায়।


বাবা তুমি ভাবছো বসে
মানিক যে বিদ্ধান?
যুগের হাওয়ায় চলছে কি না
করো মোবাইল সন্ধান।


শিশু কিবা কিশোর ছেলে
তোমার আছে ভাই?
মোবাইল পেয়েই বিগড়ে গেল
সমাজ পচালো ওরাই।


আদেশ তোমায় করছি বাবা
নজরে রেখো ওদের,
একটু কড়া শাস্তি দিও
কৱলে হের-ফের।