কুয়াৱ ব্যাঙ ফালায় বেশী
শুনছি ছোট্ট কালে,
হাতি যদি হয়ৱে বড়
তাকেও লাথি মাৱে।


হাতি কি ভাই দেয় ৱে লাথি
উল্টো ব্যাঙেৱ গায়?
সত্যিকাৱেৱ ব্যাঙ যে তুমি
বুঝছি ইশাৱায়।


ব্যাঙেৱ তলায় আধা পয়সা
তাইতো ব্যাঙেৱ তেজ,
পয়সটা যে ফুড়িয়ে গেলে
গুটিয়ে পালাও লেজ।


দশটি পয়সা ক দিন থাকে
এতো ৱাজাৱ ধন!
ৱাজা বেটা বিদায় নিবে
কি কৱিবে তখন?


পাশে ছিল ব্যাঙচাৱিৱা
বন্ধু হয়ে সাথে,
জল ফুড়িয়ে গেল যখন
পাইছ খুঁজে কাকে?


চিৱ সত্য কুয়াৱ ব্যাঙেৱ
গলা বড় হয়,
এই জনমটা গলাবাজিৱ
বুঝবে একদিন লয়।


সুযোগ থাকতে কুয়া থেকে
দীঘিৱ জলে যাও,
আহাৱ নিদ্ৰা বসতভিটা
পাবে না আশ্ৰয় টাও।


শুশীল কুশীল যাই হও না
বিবেক পানে চাও,
কাঁদাৱ আগে নাও না কেঁদে
থাকবে না জলটাও।