নাম ইয়াকুব ,উপনাম আল মাহমুদ। ১৯৯৬সালেৱ পহেলা নভেম্বৱ মাদাৱীপুৱ জেলাৱ ৱাজৈৱ থানাৱ টেকেৱহাটে জন্মগ্ৰহণ কৱেন।২০১২সালে দাখিল ২০১৪ সালে আলিম পৱীক্ষায় সৰ্বোচ্চ ৱেজাল্ট করেন। বর্তমানে আত তাইবা ইউনিভার্সিটিতে হাদীস বিভাগে  পড়াশোনা করছেন । ২০১৩ সালে দেশেৱ সেৱা মেধাবী নিৰ্বাচিত হন।২০০৬ সাল থেকে কাব্য চৰ্চা কৱে আসছেন।তাৱ ৱচিত কবিতা সংখ্যা ২ হাজাৱেৱ অধিক।কাব্যগ্ৰন্থঃ জাগৱণ, মুখোশ উন্মোচন , নাভিশ্বাস, সবুজ মিনাৱেৱ ডাক,  বিপদগামী কিশোৱ এবং প্রকাশিতব্য "তেলাঞ্জলি"। এছাড়াও ভেক্সিন ফর ফ্রী থট, ভেক্সিন ফর আহলে কোরআন, ভেক্সিন ফর কাদিয়ানী এবং বানরের বাচ্চা ইকবাল স্যার প্রভৃতি রম্য রচনা রয়েছে।  তিনি একুশে সাহিত্যিক সংসদেৱ প্ৰতিষ্ঠাতা সম্পাদকেৱ দায়িত্বে আছেন।