চাঁদটা এখন জ্যোৎস্না না দেয়,
থাকে অনেক দূরে;
আমার সুখের সখার বসত-
অন্য অন্তঃপুরে!


কৃষ্ণচূড়ার লালে এখন
দেখি রুধির ধারা;
সব থেকেও আজ যে আমি
হলাম সর্বহারা!


নীল আকাশে সপ্তরাগে
রামধনু না ওঠে;
মাঝরাতে সে উষ্ণতা চায়
অন্য কারো ঠোঁটে!


বউ কথা কও এখন সাধে
বিরহিণীর সুর;
পাঁজর মাঝে যার বসতি
সে যে অনেক দূর!


অনেক কিছুই বদলে গেছে
কাল কালান্তরে;
শুধু তুমিই রয়ে গেলে-
পোড়া এ অন্তরে!


22/08/2019