নেতার সাথে সেল্ফি নিব,প্রাণ রেখেছি বাজি।
এ যুদ্ধ অনেক আগের, আমার শুরু আজি
সেল্ফিটা দেই প্রোফাইল পিক,সামনে আছে ভোট
ক্যাপশনে দেই, আমার পানে লাল যে নেতার ঠোঁট।


নেতা, তুমি এগিয়ে চলো, কি বলছ যা-তা!
আমার সাথে বিরোধীদের কিসের সমঝোতা?
ঐ ব্যাটা মোর মামা লাগে, মায়ের দূরের ভাই
এটুক ছাড়া, শালার সাথে, কোন খাতির নাই।


সন্ধ্যাবেলা তার বাড়িতে আসর যেটা জমে,
সেথাও ভাবি নেতা তোমায় প্রতি দমে দমে।
সত্যি! ভাল-আত্না তুমি, এটা সবাই জানে
ভোটের মালা গলায় পড়ে ফিরবে মানে মানে।


ভোটের সকাল, নেতার মুখ গোমরা কেন,এ কী?
সেলফি টা সরাব আজ? থাক, আরেকটু দেখি!
নেতার ছিলাম, থাকতে হবে - এটা কেমন কথা?
মামার না-হয় হয়ে যাব, যদি চায় জনতা।


ভোটের পরে মামার সাথে সেল্ফিটা জোশ লাগে।
ভাগনে টাতো মামার ছিলই, অনেক আগে ভাগে।
ও ব্যাটাতো মাঠের বাইরে, মেরে দিলাম সিক্স
এটা কোন ধাপ্পা না ভাই, আসল পলিটিক্স।


২১/০৪/২০১৯