চাঁদনী রাতে জ্যোৎস্না মাখি —ইচ্ছেটা খুব হয়;
তোমার এসব ভাল্লাগেনা, পাছে ভূতের ভয়!
অচিন পথে হেঁটে হেঁটে পথের দিশা খুঁজি
তুমি ভাব—'বন-বাদাড়ে ফোর-জি পাব বুঝি!'
তোমার কেশে গুজব গাঁদা, কাঁচা হলুদ রাগে;
তোমার নাকি পর্তুলিকার বিদায় ভাল লাগে!
আমি যখন মনটা ছোঁব,ডাকি বৃষ্টিস্নানে;
তুমি তখন একলা ভাব —বেঁচে থাকার মানে!
আমি বাঁচি স্বপ্ন রচে- তুমি বল অলীক;
কুসুম-কুসুম হৃদে তোমার 'শিলা পাললিক'।
আমি ভাবি যাকনা জীবন,যাচ্ছে যেমন চলে;
মন আকাশের কাঁচা সুরুজ তোমাতে যায় ঢলে!
তোমায়-আমায় দুরত্ব খুব , অনেক ব্যবধান;
আমার শুরুয় তুমি নাকি দেখ তিরোধান!


27/08/2019