পিয়ারা নবী— মাটি নাকি নূর ,ধারেনিকো তিনি ধার;
তাই নিয়ে কত ঝগড়া ফ্যাসাদ, ফুলঝুরি ফতোয়ার।
কাফের কয় এ উহারে,কেউ কয় বাটপার;
তোমরাই যদি সত্য কইলে,বেহেশত তবে কার?
আজ মাসা'লা জানান দাও গো— "মুসলিম ভাই ভাই";
অথচ মোরা বিভেদ করি, বলি— "কিয়াম করে নাই"।
দ্বীনের জলসায় মাতোয়ারা হয়ে, বয়ানে বিষ ঝরে;
বিজাতিরে বুকে লইবে কিভাবে,আপনারে পর করে।
ইরাক,সিরিয়া, লিবিয়া নয় শুধু —আল আকসায় গিয়া,
বিভেদের সুযোগে মরে মুসলিম, মরে না সুন্নী-শিয়া।
জিকির আইলো হরেক রকম লাফ দিয়া বাঁশে উঠে;
'মুসলমান আজ এক হও সবে'— এ সবক নাও ঠোটে।
তোমরা যারা হানাফি,মালেকী,আহলে হাদীস খোঁজো
ইসলাম মানে ভাতৃত্ববোধ— তোমরা কী তা বুঝো?
হে খোদা মোরে কবুল কর হে বানাও মুসলমান;
বানাইও না মোরে সুন্নী-ওহাবী বা ঐ কানা মুরিদান।


19/01/2020