পুরো পাড়া রেখে ঘুমে
দুরুদুরু বুক,বদ্ধ রুমে;
ইচ্ছে করে, তোরে ভেবে প্রেমের গান গাই!


হৃদয়টারে দিয়ে পাখা
তোর মনেতে উড়তে থাকা;
প্রেম-হুতাশন বুকে জ্বেলে ফানুস হয়ে যাই!


ইচ্ছে করে তোরে বলি—
"হবি নাকি আনারকলি?"
তোর হাসিতে জান কুরবান, সেলিম হতে চাই।


ভীষণ খরায় আমার শহর
তোর দু'চোখে মাতাল নহর;
ইচ্ছে করে— ডুব-সাঁতারে , অতলে হারাই!


সঙ্গী করে মধু-মিল্টন
ছন্দালংকার করে সিঞ্চন;
ইচ্ছে করে, হাজার চরণ স্তুতি গেয়ে যাই!


এলো-চুলে উদাম হাওয়ায়
হাটবি যদি মন বালুকায়;
ইচ্ছে করে, ঢেউ হয়ে ঐ পা ভিজিয়ে যাই!


করে তোকে বায়ান্ন তাস
সবটা জুড়ে তোর বসবাস;
আমার আমি 'তুই' বাজিতে—হেরে জিততে চাই!


২২/০৯/২০১৯