অণুকাব্য-৪


ফোটা
ফোঁটা
ফুটা
এই তিনটা শুনতে এক, ভাব-এ কিন্তু ভিন্ন
অনেক লোকের সুখ হাসিতেও থাকে বিষাদ-চিহ্ন



অণুকাব্য—৫


কোমর চুমে চুলগুলো তোর
লাল কালোতে সিল্কি;
ও চুলেতে নেশা নেশা,
ধাড়াক তুলে দিল্ কি!


অণুকাব্য— ৬


ভাল আমি বেসেছি ঠিক,করলে এত হেলা;
তুমি আমার পৃথ্বী ছিলে, আমি তোমার খেলা!
নীরব-মানে সরেছি হায়;পাষাণ বনে যাইনি;
তোমার সব এক্সপোজড্ হোক,এটাই আমি চাইনি।
30/05/2019