যে মানবী আজ আজনবি— পাঠালে তায় আমার দ্বারে!
তুলিনু ঢেউ মনের কূলে,
কাঙ্গাল করে সবই ভুলে;
কেনো খোদা ফেলে দিলে— সাঁতরাতে এই পারাবারে।


সুবাস নিতে নাই যদি দাও,আমায় তবু করলে মালী!
তার দু'চোখ ধোঁকায় বোনা,
ভালোবাসা তার গিল্টিসোনা;
সাধের খেলায় খুঁইয়েছি সব, খাচ্ছে গিলে চোরাবালি।


পাঁজর মাঝে হৃদয় দিলে, দগদগে দাগ কেন হেথায়?
সুর হারানো পাগল বেনু,
চিন জগতে হারাই গেনু;
অগুনতি স্মৃতির ভারে গুমরে কাঁদি অচিন ব্যথায়।


চাতক পাখির তৃষ্ণা দিলে, গগন-কোণে মেঘ দিলে না!
মোর বিষাদ আজ প্রেমের মাশুল,
হিসেব-খাতার পুরোটাই ভুল;
একে একে এক হয় মোর,তার সাথে মোর যোগ মিলে না।


03/12/2019