চাঁদ যবে দেয় পূর্ণ কিরণ
সন্ধ্যা তারার সাথে,
আমার পরীর রূপের ছটা
ম্লান হয় না তাতে।


দখিন হাওয়া সবার নাকি
ভীষণ ভাল লাগে!
মোর কাছে তার হাত-পাখাটার
বাতাস সবার আগে।


কাল পাড়ের লাল শাড়িতে
পরীর আঁচল দোলে
কৃষ্ণচূড়ার আগুন যেন
হৃদয়-কাঁপন তোলে।


কোকিল পাখির কুহুতানে
যার মজেছে প্রাণ
জানিস নাকি, তার সুরটাও
আমার প্রিয়ার দান?


কাশফুলের ঐ পরশ পেতে
মন টানে না,নারে।
আমার পরীর ঠোঁটের পরশ
সে কি দিতে পারে?


সাগরে জলে আসব নেয়ে
চায়নি কভূ মন
তার চোখেরই নীল দরিয়ায়
ডুবছি সারাক্ষণ।


তার চুলেরই মাদক-ঘ্রানে
প্রলাপ বকি যেনো।
মৃগ-নাভিটাও তার তুলনায়
লাগে যেনতেনো।


ঠোঁটের কোনে আটকে গেছে
আমার অবুঝ মন।
আলগা করে, দিস না ঠেলে
তোকেই প্রয়োজন।


২২/০৪/২০১৯