তার হাসিতে আফিম-নেশা,
মাতাল করে যেন!
হুর-পরী তাই হিংসে করে,
তাদেরটা নয় কেন?


মারণাস্ত্র বলা যায় ঐ
কিলার দুটি চোখ!!
মন থেকে চাই ঐ চাহনি
আর কারো না হোক।


অধর-জোড়ায় তুলতুলে
সব গোলাপ ফুলের চাষ,
ওখানটাতেই মুচকি হাসে
আমার সর্বনাশ!


কালোর সাথে আবছা লালে
কোমর ছুলে চুল,
সন্ত পারে ধ্যান হারাতে
করতে পারে ভূল।


দুষ্টু লুক-এ মিষ্টি মেয়ে
সেলফি তোলে যবে
ক্যামেরাটাও ভাবে কখন
আপন করে পাবে


চিকন-সরু আংগুল ফাঁকে
হাত ছুঁয়াবি যারা,
অভব্য এক সুখ যে
তাদের করবে পাগল-পারা।


বারমুডা ট্রায়াঙ্গল যেন্‌
তার ঐ বক্ষজোড়া
প্রেম-মাদকে অবশ করে
আমার আগাগোড়া।


কমল-কুসুম পা-জোড়া তার
"ইশ !", "আহা !"  তুলে
ও দুপায়ের আলিংগনে
নূপুর দুঃখ  ভূলে।


কন্ঠে তার জাদু ,যেন
হ্যামেলিনের বাঁশি
সরে গিয়েও বারবারই তাই
তার কাছেতেই আসি।


সৌন্দর্য পাপ হলে তুই
হতি মহাপাপী
বারকয়েক তোর ফাঁসি হতো
দেখলাম আমি মাপি


দোষ কি আমার ফেঁসে গেলাম
তোর রূপেরই জালে
বুকের মাঝে ঠাঁইটুকু দিস
টোল হতে দিস গালে!


দিও জাগা, নিও তোমার
ধবল বুকে, ওগো।
এটুক কি খুব বেশি চাওয়া
যায় না দেয়া কি-গো???