সাদা-গোলাপ আজো ভালবাসিস?
তোর ঐ ঘন-দীঘল কেশে
একটা গোলাপ গুঁজার বায়না ছিল।
হাসতাম, ভাবতাম- সাদা গোলাপই কেন!
এখন আমি কিন্তু সাদা গোলাপ চাওয়ার মানে বুঝি;
তুই হয়ত নতুন জীবনের শুরু চাইতি... হল না!
মনের মানুষকে খুব মিস করলে,
তার ঠিকানায় সাদা গোলাপ দেবার চল, জানিস?
আমার তাও হবে না!
তোর ঠিকানায় কড়া পাহারা,সাদা-গোলাপ নিষিদ্ধ;
প্রতিরাতে সেখানে আমার স্বপ্ন-বলির হলি হয়;
আমার আপন অন্য-আপনের আপন হয়;


তবু আমি সাদা-গোলাপের সবুজ চারায় পানি দেই,
অন্য আশায়...
তাই, তোর ছোঁয়ার আশায় থেকে থেকে
আত্মহনন করা গোলাপ আমাকে নিরুদ্দম করেনি।
একটা করে করে,আমার বাগানে হাজারো সাদা-গোলাপ;
থরে থরে দাড়ানো, যেন আমার স্বপ্নের মুর্দা-মিছিল!
শুনেছিস, প্রিয়জনের সমাধিতে সাদা-গোলাপ দেয়ার কথা?
জানতাম,শুনিস নি !
খোঁপায় গুঁজতে নাইবা লাগল
তোর ঠিকানায় নাইবা গেল
একটা ধবধবে সাদা ফুল সমাধিতে রাখতে গোপনে আসবি;
এই আশাতে,হ্যাঁ এই আশাতেই-
সাদা-গোলাপের সবুজ চারায় এখনো পানি দেই!