'দুখ' ডাক দেয়,গলাটারে ছাড়ি
কহে," ও... সুখ, দাদা ভাই!
ভূলোক জুড়ে তোমার এহেন
ভাগ্যই কারো নাই!


নারী-পুরুষ, জোয়ান-বুড়া
তোমায় যায় খুঁজি
আমার ভালে হেলার খেলা
উপেক্ষা পাই রোজ-ই


তোমায় পাবে আপন করে
এই আশাটাই পুষে।
আমার ভাগে 'ধূর্-ধূর্-ধূর্'
বল না কোন দোষে?"


এতক্ষণে মলিন মুখে
সুখ জবাবে কয়,
"ভাগ্যের ভাগ তোমার ভাগে
আমার সে ঠিক নয়।


আমায় পেয়ে কত মানুষ
আপন করে পর
সবাই দুষে আমায় রে ভাই
সুখ-ই স্বার্থপর!


কত মানুষ আমায় পেতে
লালসা মনে পুষে
তোমায় কি আর লোভ-লালসার
কারন বলে দুষে?


লোকে বলে,তুমি নাকি
মানুষ কর খাটি।
আমিই নাকি কত জীবন
করে দিলাম মাটি।


উল্টো দেখ,তুমি তো ভাই
আপন খুঁজে আনো।
এখন বল ভাগ্যটা কার,
অভাগা কে মানো?"


21/05/2019