একটা সময় আসবে সবাই রোবটকেই ভালবাসবে।
কারন ? সে অনেক কারনই আছে!
এই যে, রোবট তোমার মতই বাঁচবে,
তোমার হাসি-কান্নায় ভাগ বসাবে,
তোমার একাকীত্বের দ্যোতনা বুঝবে,
যান্ত্রিক মানুষ শেষমেশ তার কাছেই
আশ্রয় নিবে।


রোবটই হবে যান্ত্রিক আত্নার পরম আশ্রম।
কারন ? সে অনেক কারনই আছে!
প্রিয়ার গোপন-দহনে সে ভ্রুকুটি করবে না,
সে খেলনাটাও বুঝবে প্রেমাবেগ খেলনা না,
ছলনার হাসিতে সে তো কখনো হৃদয় ভাঙবেনা।
ভয় পাচ্ছি ,হয়ত সবাই রোবটকেই ভালবাসবে।


রোবটকেই হয়ত সবাই দিয়ে দিবে প্রেয়সীর আসন!
কারন ? সে অনেক কারনই আছে!
সকালের চা-টা দিয়ে সেই তোমার ব্যাগ গুছাবে
দরজা খোলার জন্য সারা-বিকেল দাড়িয়ে থাকবে,
অসম্ভব নয়! কনকনে রাতে হয়ত তাতেই উষ্ণতা চাইবে।
শঙ্কা জাগে, অনাস্থার এ জগতে সব আস্থা রোবটই পাবে।


আর কত কারনের উত্তর চাই?
যত মানবিক-অমানবিকতা,
রোবটটা যে এখনো শিখে নাই!
তার হাসি হয়ত নিষ্প্রাণ-
চাহনিতে হয়ত মাদকতা নেই
ঘাড়ে কামনার ঘাম নেই,
চোখে অভিমানী অশ্রু নেই,
এটা নেই,ওটা নেই,
এত 'নেই' এর মাঝে যে 'নেই' টা
খুব করে মানুষের হবে, সেটা হলো-
ছলনা করার হৃদয়টাই তার নেই
তাই, একদিন সবাই রোবটের প্রেমেই পড়ে যাবে!


৩১/০৫/২০১৯