হ্যাঁ আমি মানুষ, সৃষ্টিকুলের, শ্রেষ্ঠ উপহার
হ্যাঁ আমি বুদ্ধি জ্ঞানে, চেতনায় চমৎকার-!
আমার যাত্রা, সেই অনন্ত দিগন্ত সে পথ-,
আমি মানুষ সৃষ্টির আদি অনাদি ভুল ভবিষ্যৎ।


আমি মানুষ সৃষ্টির সবাকার, প্রভুর শ্রীনিকেতন
আমি মানুষ আমার রয়েছে নেত্র ত্রিনয়ন-!
আমি মানুষ প্রভুর সান্নিধ্যে, খুব  কাছাকাছি
হ্যাঁ তখন আমি মানুষ থাকি না কখনো মিছামিছি


যখন আমার দ্বারা লঙ্ঘিত হয়, যত পাপাচার
আমি যখন করে চলি, বিবেককে ধ্বংসে অবিচার
আমি মানুষ হয়েও পশুতে, করি বিচরণ-!
তখন কি থাকে? আমি মানুষ প্রভুকে স্মরণ--!!


মানুষ ই বিনাশ শক্তি, ধ্বংস যত ভালো মন্দ
এ মানুষ ই যত পদ্ম গোলাপের রজনীর সুগন্ধ
এ মানুষই পাপাচারে লিপ্ত, লোলুপ দৃষ্টি পানে
আবার মানুষই প্রভুর সান্নিধ্য সুন্দর মাঝখানে।


কিন্তু মানুষের রূপ নয় মানুষ, মানুষ হোতে হয়,
বিবেক চিন্তা সমুন্নত হলে, প্রকৃত মানুষের পরিচয়
প্রকৃত মানুষ হওয়া, অত সহজ নয়তো সাধারণ
প্রকৃত মানুষ নিয়ম-শৃঙ্খলা মানতে হয় ব্যাকরণ।