আমির ছলনা বড়ই অদ্ভুত...! দেখো ওখানেই তুমি,
আমি তুমি তুমি আমি!! কোন আমি দামি,,???
         যুগ্ম সন্ধিক্ষণ বড়ই মধুর বাতায়নে...
          আমি তুমি ধরা মায়ার আবরণে....
আমি কি পূর্ণ-,,,, তুমিবিহীন ছাড়া,,,
পাইনি আমি প্রতিষ্ঠিত তুমি করলে খাড়া,,


    যুগ্ম প্রেম রসে,, তুমি আমি দুজন,,
     এই পৃথিবী হলো সৃষ্টি সুন্দর এ ভুবন,
আমি অন্ত নাই,, তুমি তুমিতেই ঘেরা
     তুমি আমি দুজন মিলেই হলাম তবু সেরা,,
প্রতিটি সৃষ্টি তুমি আমি,, মিলনের মহা সুরে,,
একে দিয়েছি আকাশ গগনে পথ ঐ বহুদূর দূরে,
      
  সৃষ্টি অনুপম তারে মহিমার বিকাশ,,
    আমি যদি পাতাল হয় তবে তুমি ঐ আকাশ,


প্রেম ছাড়া কি আছে বল!! প্রেমী হলো সৃষ্টি,,
যে দিকে তাকাবে দাওনা তুমি যেদিকে দিবে দৃষ্টি,
    শুধু সৃষ্টি শুধু সৃষ্টি যেদিকে দিবা দৃষ্টি
    
সুন্দর আমি হইনি তোমাকে নিয়েছি বুকে,,
তাইতো পরমানন্দে আমি রয়েছি আজ সুখে,,
তুমি অপরূপ রূপে নীলাঞ্জনা তোমাকেই চাই ফিরে
তোমাতেই লুকা তুমি তোমাতেই সৃষ্টি ঘীরে,


         তুমি প্রয়সী প্রেম বিনোদন
তুমি সদা সত্য সনাতন,
আমারি মাঝে জাগো,,,,,,
কখনো তুমি একাকি ফেলে অদৃশ্যে তুমি ভাগো,


শুধু তুমি আমি শুধু তুমি আমি,
শুধু তুমি আমি শুধু তুমি আমি,