এমন কিছু নতুন গড়তে সে মন চাই,          মানুষের ক্লেশ দুঃখ যাহাতে মোচন হয়
অপূর্ব সুন্দর দেখতে, মন্ টি যে মোর চায়
এমন কিছু নতুন ফুল ফোটাবে বাগিচায়।


অঢেল সম্পদ পৃথিবীর, তবুও আঁধার রয়,
চলো নতুনের প্রদীপ জ্বেলে দিব তার পরিচয়
শুধু স্বার্থের তাগিদে পৃথিবী, তাই চলা ভুল,
তাইতো ভাঙ্গে কত জীবনের নদীর দুটি কুল


তাই এমন কিছু নতুন, মোরা শিক্ষায় নিয়ে আসি
জাত বিভেদ ভুলে যেন মোরা সবাইকে ভালোবাসি
শিক্ষার মাঝে সমতা, নয় আর বিকৃত ইতিহাস,
চলো শুদ্ধ করি নতুনের, আজ এ পৃথিবীর বিশ্বাস


অনেক সভ্যতা পেয়েছি, মনুষ্যত্বের সভ্যতা কই-?
তিমির লগ্নে ঐ আঁধারেই আমরা যে পড়ে রই।
এত ডিগ্রী ডিপ্লোমা, মহা স্কুল  বিশ্ববিদ্যালয়,
তবু কেন করি মোরা, সুন্দর জ্ঞানের অপচয়-??


তাই এমন কিছু নতুন, করিব তাহা সংযোজন
যাহা মেটাতে পারে মানুষের, প্রশান্তির প্রয়োজন
বলিষ্ঠ চরিত্রের শিক্ষা, মানুষের আদব-কায়দা যাহা
আজ নতুনের সংযোজনে, ফিরিয়ে আনো তাহা।


আজ এমন কিছু নতুন, চলো সুন্দরের অঙ্গীকারে
ফুল ফোটাবো তাহার, যেজন দুঃখি তাহার দ্ধারে।
সুন্দর করতে আপন, চলো আপনার কাটি কাল
তবেই পাবো দেখতে সুন্দর এ পৃথিবী ভালো।