নিয়ে আসেনি তো কিছু সঙ্গে, যখন এলাম ধরা
আসলাম যখন এখানে এই সুন্দর বসুন্ধরা।
যাব তো সেই একাকী, সবকিছু ফেলে একা,
তারই মধ্যে এই জীবন সবকিছু হয়নাতো দেখা।


কত বিচিত্র স্বাদে এই ধরনী, গভীর অন্তরালে
সৃষ্টি রাখিআছে সে তার পূর্ণ মায়াবী মায়াজ্বালে।
সবাইতো আসি একা একা, এই পৃথিবীর ধরাধামে
এক এক প্রচেষ্টা ইতিহাস রেখে যায় নামে নামে।


তাই একাকী যখন জীবনের, প্রকৃত স্তম্ভ খুঁটি,
নিতেই যখন হইবে এই পৃথিবী হইতে ছুটি।
তবু কেন খামাখা বাহাদুরি, করিব পৃথিবীর মাটি
তাই জীবনখানা কে চলো করি পবিত্রতম খাঁটি।