জীবন মানে ঝটিকা সফর, মাত্র কয়েকটি দিন
আমি মানুষ হলেও মৃত্যুর কাছে একেবারে হই হীন
কত রাজা বাদশা উজির নাজির পাইনি পরিত্রান
অস্থায়ী পৃথিবীর ভাঙ্গা-গড়ার, মাঝেই হয় প্রস্থান।


তব কিসের? কেন অহংকার! এ দুদিন জীবন তরে,
তবে কেন তালা মেরে রাখবো আমার হৃদয় ঘরে।
মুক্তমন মুক্ত হ্রিদয়, তার দিগন্ত দুয়ার খুলে--!
এ যে অস্থায়ী পৃথিবী, আমরা কেন যাই পথ ভুলে?


লোভের দাসত্বে শৃঙ্খল করি, সুন্দর জীবন খানা
অস্থায়ী জীবন এ পৃথিবীতেই নয় পূর্ণ ষোল আনা।
এ পৃথিবী পরীক্ষাগার, আমরা মানুষ হয়েছি তাই
আপন আপন কর্মে কেউ ফুল ফোটায়ে বাগিচায়।


এ দুনিয়ার ঐশ্বর্য ক্ষণস্থায়ী, সব ফেলে যেতে হয়
কেন তবে তুমি খামাখা করবে শুধু মিথ্যা অভিনয়-!
জীবন পরিত্রাণ পাইনা,যে দুনিয়া কেই  ভালোবাসে
তার জীবনের জমাট মেঘ বাঁধে অন্ধকার আকাশে।,


যে জন করে উপলব্ধি, এ দুনিয়া কিছুক্ষণের ঠাঁই,
সেইতো হৃদয় বিলিয়ে দেয় মনুষ্যত্ব ও মানবতায়।
তুমি পৃথিবী অস্থায়ী, সাজিয়ে অনেক রূপের ডালি
তুমি মানুষের জীবনে গুপ্ত রাখ যে জীবন চোরাবালি


যে জন করে সত্যকে প্রত্যাখ্যান, এই পৃথিবীতে
সেতো পরো না মৃত্যুর আগে প্রকৃত জীবনের নিতে
প্রকৃত জীবন আপনার বাঁচায়, সুন্দরের অভিপ্রায়
অস্থায়ী পৃথিবীতে আলোক জ্বালায় হৃদয় মোহনায়।