কত নদনদী এই বাংলার বুকদিয়ে বয়ে চলে যায়
সবুজ শ্যামলে ভরা  মাঠ ঘাট মন সেথা ছুটে যায়।


গোলাপ-টগর চম্পা চামেলী, জংলি বেলির গন্ধ..!
বাবুই পাখি বাসা বোনায় কি শিল্প তাহার ছন্দ..!


কত বিল ঝিল পদ্মা নদী, এ বাংলার বুকের মাঝে-!নদীর বুকচীরে নৌকা বেয়ে যায় দেখি সকাল সাঁঝে


ছয়টি ঋতু বাংলার মাটিতে বিচিত্র আবহাওয়া চলে
আম কাঁঠাল লিচুতে বাগান কত সুন্দর ফলে ফুলে।


বাংলার ভূমি বাংলার মাটি ঐ দূর্বা কোমল ঘাসে-
এখানে জীবন নিত্য যেখানে অভাবেও শিশুরা হাঁসে


বৃষ্টির জলে শিশুরা ভিজে, করে আনন্দ উল্লাস--!
পদ্মাদীঘিতে  সাঁতার কাটে কত রাজহংসী হাঁস-!


কৃষকরা যায় মাঠে ঘাটে কাটীতে সোনালি বর্ণ ধান
মেঠো পথ দিয়ে রাখাল বালকেরা গিয়ে চলে গান।


বিচিত্র ফসল বাংলার মাটিতে কত ফল ও ফুল-!
কত দোয়েল কোয়েল গান গায় পরান ও বুলবুল


বাংলার জল বাংলার বায়ু বেঁচে থাক ভালোবাসা
তোমাকে নিয়েই স্বপ্ন যত আশা আকাঙ্ক্ষা আশা।


তোমার স্বপ্নে বিভোর হয়ে প্রিয় জসিমউদ্দিন কবি   আকলো প্রিয় গ্রাম বাংলার অপূর্ব  সুন্দর চিত্র ছবি।


কত মনীষী এই গ্রাম বাংলায় দিয়েছেন প্রতিদান
আজও শুনিতে পাই সুন্দরতম উনাদের আহ্বান।


এখানে রবীন্দ্র কাজী নজরুল কাব্য ও কবিতায়
শ্রীচৈতন্য বিবেকানন্দ  নেতাজি এ মাটিতে হেথায়।


শেখ মুজিবুর এই মাটিতেই শুধুই মানুষের জন্য
শেষ প্রান্তে জীবন বলিদান শহীদে  হলেন ধন্য।


এই মাটিতেই লালন ফকির, গাইলেন সাম্যের গান
এই মাটিতেই অলি জালাল উদ্দিনের পবিত্র স্থান।