আমি কবি নই তবু কবিতা লিখি,
স্বপ্নে যেন অন্য পাখি।
কে যেন মোরে কলম ধোরে,
স্নিগ্ধ শুভ সকাল ভোরে।
উঁকি মারে যেন পূর্ণিমার চাঁদ,
আমি তখন হই উন্মাদ।
বলতে থাকি দুটি কথা,
মানুষের মহিম দুঃখ ব্যথা।
দিগন্তের পাখি ঐ আকাশে,
আড়ালে যেন সূর্য হাসে।
শিশুর মুখে ফোটায় হাসি,
প্রেম বিলোতে রাশি রাশি।
এ ধরণী জীবন পরিসরে,
সাজাবো রূপ অলংকারে।
সত্য যাহা ব্যক্ত করে,
থামাস তখন কেউ মোরে।