জীবন যখন নেমে এল এ ধরিত্রীর মাটি
বেদনা তখন অবিশ্যম্ভাবী, নকল নয় খাঁটি
কত বহমান অশ্রুজল, এ জীবনের মাঝে রয়
জীবন তার জীবনের পথে পায় তাহার পরিচয়।


কিন্তু অবিসম্ভাবি বেদনা থাক, জীবনটাকে ঘীরে,
তাহার মাঝে চির আনন্দ, লুকিয়ে রয় মতি হিরে।
করণাঅশ্রুতো ঝরিবেএ পৃথিবী দুঃখ পারাবার,
বেশি লোভ এর মাঝে ডুবলে ভয় থাকে হারাবার


এ পৃথিবী মানে কণ্টকাকীর্ণ, দুঃখ-বেদনার পথ
এরই মাঝে আঁকিতে পারো যদি জীবনের ভবিষ্যৎ।
দুঃখের মাঝে নিতে হয় আনন্দ, সুন্দর তাহা ছন্দ
সেখান থেকে পাবে দেখো গোলাপ রজনীর সুগন্ধ।


বেদনাকে অবিসম্ভাবি ভাবো ক্রয় করা ওই হাঁসি
এরই মাঝে লুকিয়ে রয়, প্রভুর সত্য লোকের বাঁশি
যে বেদনা দুঃখকে, জয় করিয়া, চলিতে পারে পথ
সেইতো জীবনের খুঁজে পায় সীমাহীন ভবিষ্যৎ।