চলছে খেলা নিত্যনতুন এই পৃথিবীর তীরে--!
বিচিত্র তাই সৃষ্টি যত এই মানুষকেই  ঘিরে।


লতাগুল্ম আকাশ বাতাস চন্দ্র সূর্য তারা
প্রভুর অধীনে এই ধরিত্রী মানছে ইশারা,


জল জলধি পাহাড় ঝর্ণা, মরুর ধুলাবালি
সৃষ্টি যত খেলছে খেলা নেই কোথাও খালি


পাতাল হতে আকাশ ভূমি, জ্বলছে নীহারিকা
সবার উপর মানুষ সেথা, জ্বলছে সে দীপশিখা


বন-জঙ্গল অগাধ জলেও পাবে না তো ভুল,
চলছে খেলা নিত্তনন্দ ফুটছে সেথাই  ফুল।


কে নিয়ামক বিশ্ব ধরাই, একই গতির টানে
তোমার আমার জীবন দিল সজীবতার প্রাণে!


অগণিত সৃষ্টি মাঝে, কত বিচিত্র তার মেলা
স্বয়ং প্রভু মহিমা তে খেলছেন সেতো খেলা।


অনেকের মাঝে মানুষ তুমি বুদ্ধি রাশি রাশি
তুমি আমির মাঝেই প্রভু বাজাই মোহন বাঁশি।


সৃষ্টি যত দৃষ্টি পানে, অনেক অনেকের ই  মাঝে
খেলছেন খেলার দেখো প্রভু তোমার আমার মাঝে।