দয়া,, তুমি দয়া করো দয়া করো দয়া করো সব আকারে,,,
দেখো প্রেমের ভুবন ভরেছে প্রকৃতি এ বিশ্বসংসারে,,
দয়া করো দয়া করো দয়া করো সবাকারে,,,!!!


       যেখানে নিপীড়িত নিষ্পেষিত কান্না,,
    অনেকই তো হল দয়া করো আর না,,,
    পৃথিবীর তরে তুমিতো এসেছে ভালোবাসা দিতে
     তুমি তো শুধু অপরের দয়া আসনি নিতে,,


তবে কেন তুমি হাত গুটিয়ে বসে রয়েছে একা,
তোমার দয়া ছড়িয়ে দাও যেথা অভাব হিনে দেখা,
এখনো তো শক্তি রয়েছে তোমার অনেক বেশি,
এখনো তোমার সুঠাম দেহ শক্ত রয়েছে পেশী,


       দয়াহীন শুধু মরুভূমির মরীচিকা,,
    ওকে শুধু জানো মিথ্যার প্রহেলিকা,,
তাই তুমি হে মানব প্রতিটি জীবনের ছন্দে,,
দয়া বিলাতে থাকো খোশবু গোলাপের গন্ধে,,


দয়ায় প্রকৃত ধর্ম যে মানবের মহা তীরে,
যেটাই অপরের লগে বুকটাকে দেই তীরে,
সেইতো মহাপ্রভুর কাছে পবিত্র হয়ে ফিরে,,!!


   দয়াহীন হিদয় শুষ্ক মরুভূমি,,
প্রকৃত পথ পাবে না খুঁজে তুমি,


     তাই প্রতিটি তোরে প্রতিটি শিশুর জন্য,,
জীবনকে করো আগামীর জন্য ধন্য,,


                 আসিছে দুই হাজার কুড়ি,,,,
                  মিথ্যাকে দাও ছুড়ি,,,
                     ফুটুক নতুন ফুলের কুড়ি,,


দয়া দয়া দয়া, অমৃত কুঞ্জ ছায়া,,
তোমার পরশে ধন্য হয় তুমি যে মহামায়া,
তুমি দয়া তুমি দয়া তুমি দয়া,,,,