দেবে--একটু সুখ, তোমার অনন্ত হৃদয়ের সমৃদ্ধির মাঝে--!
আমি চাইনা ওই ঐশ্বর্য, যাহা দুনিয়ার মোহে ভুল পথ পরিক্রমা করায়।


আমি সৌন্দর্য খুঁজি তোমার, প্রানবন্ত হাস্যজ্জল
সুমিষ্ট ব্যবহারের, অমায়িক কথার মিষ্টতায়।


হ্যাঁ প্রিয় এতোটুকুই দিও, আমার কাছে ঐ ঐশ্বর্য
   যেন স্বর্গতুল্য,
       আমার সব ক্ষুধানিবৃত্তি হবে, তুমি যদি পাশে থাকো, সব দুঃখমোচন হবে, তোমার ঐশ্বর্যমণ্ডিত
     দীপ্তিময়-তৃপ্তিময়, সৌন্দর্যের প্রাঙ্গণে।


ভুলে যেও না এ পৃথিবী ক্ষণস্থায়ী, কিন্তু তোমার অকৃত্রিম, পরশে আমি সঞ্জীবিত হব, যেমন মরুর প্রান্তে দূর্বাঘাস গুলি ক্ষণিক বৃষ্টির প্রাঞ্জলতা সজীব হয়ে ওঠে।


  তোমার অনন্য পরশ অনুভূতি, আমায় প্রানবন্ত করলে, আমার সজীবতা তোমার কাছে খুঁজে পাবো।
            হয়তো তুমিও খুঁজে পাবে প্রশান্তিময় ওই সুখ টুকু,,,,,,!!