নাই কোনো দ্বন্দ্ব, এখানে একমত সবে
একদিন ছেড়ে যেতে হবে এ পৃথিবীর ভবে।
রইবোনা কেউ চিরদিন, এ পৃথিবীর ঠাঁই,
সকলেই মিলে মোরা এক আলো বাতাস খাই


নিয়তির পরিহাস, কত জীবন আসা-যাওয়া করে
একদিন সকলকে ছেড়ে যেতে হবে এ পৃথিবীর ঘরে
যতদিন আয়ু মোদের, ততদিনএ পৃথিবীতে রই,,
স্বয়ং আমি তো আমার নিজের প্রকৃত মালিক নই।


তবু কিসের অহংকার করি, এ দু দিনের দুনিয়ায়
এ পৃথিবীর মায়ার বন্ধন, থাকি সেই কিনারায়।
যখন ছেড়ে যেতে হবে পৃথিবী, করি কেন তব ভুল
কেন জীবন থাকিতে সুন্দরতম ফোটাইনা হৃদয় ফুল


কেন কিসের আশায় কিসের নেশায়, চলি ওই পথ
স্বার্থের তাগিদে শুধুই ভেঙে চলি জীবনের ভবিষ্যৎ।
শুধু তো নয় পার্থিব জীবন, আর নয় কিছু বাকি?
তবে  জীবন অসাড় হয়ে গেল রইলো পড়ে ফাঁকি।


সকলেই তো চলে যাব, অনেক  গেছে কালে কালে
ভরা আছে পুরনো স্মৃতি আপন আপন মায়াজ্বালে।
তাহলে আর নয় যেতে হবেই যখন শুদ্ধ করি মন,
প্রকৃত পূর্ণতা দিয়ে চলো পবিত্র করি এ জীবন।।।