এক ঝলক হাঁসি ...... আমার বাজাই প্রাণে বাঁশি,
                এক ঝালাক হাঁসি!!!!!


এক ঝলক হাঁসি …...... কখনো মক্কা গয়াকাশি,,
                   এক ঝলক হাঁসি,!!!
এক ঝলক হাঁসি..... আমি সদাই ভালোবাসি,,
                  হৃদয় হিল্লোল দেই রাশি রাশি,,


এক ঝলক হাঁসি .... কখনো প্রেমের মোহন বাঁশি
             তাই আমি তাকে অনেক ভালোবাসি,,


ওই হাঁসির সুরে.... যাই আমি বহুদূরে......!!!
  যেথা মুক্ত বাতায়নে,,,,,, প্রেম রাশি রাশি!!!
          ঐ এক ঝলক হাঁসি.....!!!!


প্রেমের শ্রীনিকেতনে.... আনন্দ জাগায় মনে...!
            করি তাই প্রানবন্ত.......!!
ওই হাঁসি পেয়েছে কি?? যাহা আজো জীবন্ত!!


শুদ্ধ চিন্তা-চেতনাতে... হৃদয় প্রভাতে,!!!!!
       উদিলে ওই , হাঁসি!!!!!
কোথায় বৃন্দাবন, তোমাতেই যবে মক্কা গয়াকাশি,
         শুধু এক ঝলক হাঁসি!!!!!
বিবেকের আয়নায়...... হৃদয়ের মোহনায়...!!
             খুঁজে দেখো তারে!!!!
ওই একঝলক হাঁসি, পরেছে রুপ কতো অলংকারে


     আজ ও এক ঝলক হাঁসি.. বাজাই প্রাণে বাঁশি,,
         ঐ সুর,, তান ছন্দ,,,
আজও দিয়ে যায় সেথা,, ওই হাসির সুবাস সুগন্ধ,