পথ অনেক পথিক তাতে হাটে
জল স্থল আকাশ অনেক মাঠে-ঘাটে
কিন্তু কবির মন প্রসন্ন হয় তাতে
যখন কাব্যের সিঁড়ি বেয়ে সে পথে হাঁটে


কত অজানা অচেনা পথ অতিক্রম
কাব্যের পথিক কলম খাতায় বিক্রম
সৃষ্টির প্রকৃতি কখন আকাশের নীলিমায়
কখনো প্রেম ভালোবাসার বাগিচায়


কখনো অশ্রু বিগলিত দুঃখে ভরা জল
কখনো সাজান সৃষ্টি সমাহার ফুল ওফল
থরে থরে সজ্জিত করে সেই কথামালা
কাব্যের পথিক কাব্য তাই মন উজ্বালা


কত স্মৃতি  ইতিহাস কত কথা গাঁথা
কত জীবনের চাওয়া পাওয়ার ব্যাকুলতা
কাব্যের পথিক সেই পথে হেটে যাই
তাকে খুঁজে দেখো ভালবাসার মোহনায়