কেউ নয় চিরদিন, হেথা চিরস্থায়ী রবে-!
মুসাফিরের মত জীবন কিছুক্ষণ এ ভবে
তার মাঝেই জীবন যত যা-কিছু চলার পথ
আপনাপন কর্মে গড়ে আপন জীবন ভবিষ্যৎ


এই পৃথিবীতে ভালো-মন্দ সৃষ্টি উপাচার
কেবা প্রকৃত ঝুলি ভরিল, মনুষ্যত্ব আবিষ্কার
চিরদিন নয় তবুও, মানুষ লোভ-লালসায় বাধা
পার্থিব সম্পদ লভিতে জীবন পড়ে গোলকধাঁধা


লোভ হিংসা তাপ নিয়ে, যে বিবেক কে বলিদান
তার বড়ই করুণ হয়, যবে এই পৃথিবীর প্রস্থান,
মাত্র কিছুদিনের জন্য, ছাড়তে হয় পৃথিবী রে মায়া
পার্থিব সম্পদ যাহা ক্ষণিক যেন স্বপ্নীল এক ছায়া


তাই চিরদিন যখন নয় জীবন না এ চিরস্থায়ী,
পার্থিব ও সম্পদের প্রকৃত জীবনের পরিত্রান নাহি
পরিত্রান আপন আলোয়ে বিবেক চৈতন্য উদয়
মানবিক উন্মেষ হলে প্রকৃত জীবনের সেথা জয়।