নীলিমায় নীল, ওই সুদূর দিগন্ত আকাশ
        তারি মাঝে বয়ে চলে শুদ্ধ কিছু বাতাস।
চরাচর করে কিছু পাখি, উপরের নীলিমায়
        কখনো রাতের আকাশটা পূর্ণিমার জ্যোৎস্নায়


মেঘমালা ভাসমান, ওই  নীলিমার দিগন্ত ঘিরে
        পূর্ণ নীলিমায় পারবেনা আসতে হবে ফিরে
তারকায় প্রস্ফুটিত, ঐ রাতের আকাশ মাখা
   দিনের বেলায় আকাশে রঙিন প্রজাপতি পাখা


কখনও রংধনুর রংয়ের জাদু, মেঘের পাহাড়পুরী
      মন যেন হরন হয়েছে সেথায় গিয়েছে চুরি।
কখনো অপরূপ মেঘমালায়, সুন্দরতম খেলা
         সান্ধ্য আকাশটাই বসিয়েছে যেন মেলা।