ক্ষণিকালয় পৃথিবীর তরে তুমি এক মুসাফির অতিথি......।
তুমি জানোনা তুমি কতক্ষণ এর জন্য এই পৃথিবীতে রয়েছে........।
কোথায় ছুটে চলেছে অবিশ্রান্ত পথে.........।
বুঝি দুহাত ভরে লুটবে পৃথিবী কে,,,
তার আশায় তার নেশায়..!!!!!!!


কিন্তু তুমি ভুলে যাও না তুমি মুসাফির একজন অতিথি ব্যতিরেকে কিছু নয়,,,, ন ও,,,,,,।
মুহূর্তে সব ফেলে চলে যাবে,,,
তুমি বুঝতেই পারলে না তাও তোমাকে
গ্রাস করে নেয় চিরসত্য মৃত্যু,,,


মুসাফির,, দাঁড়াও!!!! কি নিয়েছো ক্ষণিকালয় পৃথিবীর তরে


একটু ভাবো তো,,
জীবন সাহা কত মানুষ তোমার দ্বারা প্রতারিত হয়েছে,
লাঞ্ছিত হয়েছে ঘৃণা করেছ তুমি,,
তাদেরকে তুমি ফেলে রেখে কোথায় চলেছো ???


সাবধান তুমি অতিথি ব্যতিরেকে কিছু না,
তোমার মুলাইম ব্যবহার পৃথিবীতে
আতিথ্য কে সেবা দাও,,
তোমার মোলায়েম ব্যবহার দ্বারা,,,


পথ অনেক পাথেয় কম অতিথি কয়েকদিনের কয়েকদিনের জন্য কয়েক মুহূর্তের জন্য,,
সেইরকম তোমার ভাবনায় পরিপূর্ণতা আনো,
জীবন বড় অসহায় তোমাকে মায়ার বন্ধনে প্রলুব্ধ করবে
কিন্তু তুমি সংরক্ষণ করার কেউ নাও
পৃথিবীর মাল ক্ষণস্থায়ী
অতবি স্থায়ী যে তোমার আতিথ্য তোমার জন্য অপেক্ষা করছে
আদিত্যকে মজবুত করে নাও
যাহা চিরদীপ্ত চিরভাস্বর মঙ্গলময়


অনন্ত জীবন অনন্ত আতিথ্য অনন্ত প্রশান্তি লুকায়িত আছে
সেই আতিথ্যের খোঁজে চলো তবে প্রতি আমরা
টিভিতে সুন্দর একটি অতিথিশালা
খানে হিন্দু মুসলিম বদ্ধ ক্রিশ্চান সাঁওতাল


সকলের আতিথ্য হয় সেই মূল্যের
পথে অগ্রসর হয়,,
আমার জন্য তোমার জন্য প্রশান্তিময়,,


**"*"""""*"****************"