প্রভাত,,, রক্তিম সূর্যালোকে স্বর্ণালী
গভীর নিশীথে আঁধার কেটে নিয়ে এলে আলো,,,,
প্রছন্ন কিরণে সৃষ্টির আবহমানকাল
আজও তুমি আলো জ্বালো,,,,,.....,,,,
     তোমার আলোয় সৃষ্টি ফুটেছে গোলাপ ফুল,,
ওই নদীজল প্রবাহ, পাহাড় ঝর্ণার উপকূল,,,,,
কিন্তু তুমিতো রবি তুমি তো স্রষ্টা নও,,
তুমি অনন্ত মানুষের সকালবেলার,,
       জীবনের কথা কও,,,,,


কত সকাল কত প্রভাত দুঃখ বেদনা মাঝে,,
আবারো আনন্দ রাশি রাশি হাসি ,,,,,,,
ফোটাও সকাল সাজে,,,,


তুমি নিত্য এভাবেই আলো আঁধারের খেলা


বসিয়েছো সৃষ্টি নিরিখে মহা মানুষের মেলা,,
কত যে সকাল হাহাকার হয় কারো বিদায় বেলা,,
তুমি এভাবেই খেলে যাও প্রভাত ,,,,,,


নিত্য তোমার খেলা,,,
কিন্তু মোদের প্রভাত কবে ফুটিবে
     হৃদয়ের ওই মাঝে,,


যারা দুঃখ পেয়ে ব্যথিত বেদন
মিশে যাবো তাদের মাঝে,,


প্রভাত তবুও তোমার মাঝেই বাজিবে মিশ্র সুর,,
তাহার মাঝে ওই প্রভাত করিব
হৃদয়ে ভরপুর,,,,****************