পৃথিবী যখন মায়াবী, তার সৃষ্টি অন্তরালে---!
মানুষ আটকা পড়ে তাই, তার প্রেমের জ্বালে-্!!


অনেক আশা আকাঙ্ক্ষার, এ সৃষ্টি বসুন্ধরা-----!!
মানুষ তখনই লোভে পড়ে, হয় শিকল পরা।


কৃত্রিম স্বপ্ন দিয়ে---অনেক আঁকে সে দুরন্ত পথ,
পৃথিবী যখন মায়াবী, তার ভাঙ্গে সে ভবিষ্যৎ,


এতো নয় চিরস্থায়ী---পৃথিবীর রূপ ওই আশা!!
ধুলির মত উড়ে যায়--ভাঙ্গে কত সুন্দর বাসা।


তাই মায়াবী যখন পৃথিবী, তার রূপ রস গন্ধ!!!,
মিটিবে না তোমার প্রশ্ন উত্তর, থেকে যাবে সে দ্বন্দ্ব।


তাই সাবধানে পৃথিবীর তরে, চলো হে পথিক পথ,
এ পৃথিবী দিতে পারিবে না, তোমার আসল ভবিষ্যৎ


তাই সুন্দরের অনুসন্ধানে,, এ মায়াবী পৃথিবীর তরে
এখান হতে জ্বালিয়ে না আলো, তোমার হৃদয় ঘরে।