পৃথিবীর মাটি, নয়তো এ চীর খাঁটি,
        আমরা মানুষ তাতে করে হাঁটাহাঁটি।
অফুরন্ত সৃষ্টিতে বৈচিত্রের মাখানো যেন পরিপাটি
এ পৃথিবীর মাটি নয়তো সে চীর খাঁটি,


মানুষ শুধু করে আসা যাওয়া
     এরই মাঝে আশা-আকাঙ্ক্ষা কত চাওয়া পাওয়া
এপৃথিবি পারেনা তার দিকে চীরসুখ--!
এখানে আছে আনন্দ অস্রু বেদনা ভরা বুক।


এ পৃথিবীর মাটি নয়তো সে চীর খাঁটি


এ পৃথিবীর মাটি ছেড়ে যেতে হয়,
           কত মানুষ রাখে তার পরিচয়
কত ইতিহাস আজও বহমানা কত অভিনয়,
মানুষ শুধু আসা যাওয়ার মাঝে রাখে সেই পরিচয়।


তাই দু দিনের দুনিয়ায়, কি আছে মোর
        টিকেনা অহংকার ঠিকনা গায়ের জোর
তবুও কেন বলি মোরা শুধু মোর মোর-!


ওরে নতুন যুগের খোল প্রভাত ভোর-!
ছেড়ে যখন যেতেই হবে যা ছিল তোর।
তাই যেতেই যখন হবে খোলোনা হৃদয় দ্ধোর


এ পৃথিবীর মাটি নয়তো চীর খাঁটি।
তাই ভাগ করে খাও করে বাটাবাটি,
চলো মনুষ্যত্ব করি অর্জন, মানুষ সত্য পথে হাঁটি।