প্রকৃত বন্ধু, সে মহাসিন্ধু, পার করে পারাবার
বিশ্বাস রাখা যায় তারে কাছে নাই কিছু হারাবার


সেইতো সুন্দর দুঃখ-কষ্ট আনন্দ এর মাঝখান
সেইতো বন্ধু রাখে না যে কিছুতে দূরত্ব ব্যবধান


সেইতো বন্ধু পাশে দাঁড়াই, যতই আসুক মুসিবত
সেই বন্ধুকে পারলে তুমি দিও তার ই  ইজ্জত,


প্রকৃত বন্ধু সে আনন্দে হাঁসে দুঃখে হয় তার কান্না
প্রকৃত বন্ধু মতিমহল, চির সুন্দর হিরা চুনি সে পান্না


কিন্তু সেই বন্ধু পাওয়া ও তো শুধু মুখের কথা নয়
সত্য সংস্পর্শে চির অম্লান, কর ঐ  বন্ধুর পরিচয়।


যে তোমাকে মিথ্যা হতে, সত্য পথে নিয়ে যায়
যে তোমার শুষ্ক মরুভূমিতে সদ্য ফুল ফোটায়।


বন্ধু মানে সহমর্মিতা বিপদ-আপদের মাঝে
বন্ধু মানে জীবনের প্রতিটি বোঝাপড়ার কাজে


সেই তো বন্ধু অনেক দুর্গম পথ জীবন বন্ধুর জন্য
যে নিজেকে বিলায়ে বন্ধুকে করিতে পারে ধন্য।।