চলো তোমায় রাঙিয়ে দেবো, অনেক রঙের দেশে
যেথা  সৌন্দর্য রাশি রাশি অকৃত্রিম ভালোবেসে-!
চলো তোমায় রাঙিয়ে দেবো, অনেক রঙের দেশে।


যেথা পুষ্প কমল খুশবু ছড়ায় সৌন্দর্য আবেশ মাখা
তোমাকে নিয়ে উড়বো সেথা মিলে দেবোঐ পাখা।
যেথা পবিত্রতার নিবন্ধেই  শুধুই ভালোবাসা আঁকা,


চলো তোমায় রাঙিয়ে দেবো অনেক রঙের দেশে
থাক না অভাব দুঃখ কষ্ট, যাইবো ভেসে ভেসে
তাহাতেই মোরা ফুল ফোটাবো সুন্দর হেঁসে হেঁসে


চলনা যাই সেই ভালো,আমরা দুজন ভালো বেসে।
কোন অচিনপুরের দিগন্ত ঐ, অজানা কোন দেশে।
থাকব মোরা আজীবন সুন্দর জীবনের নিঃশেষে।


হ্যাঁ তোমার এরকম রঙে রাঙতে আমি শুদ্ধমনে চাই
তুমি যদি ফুল ফোটাতে চাও আমার সুন্দর বাগিচায়
নিত্যানন্দ ফুল ফুটছে যেথা ভালোবাসার মোহনায়।