শক্তি তোমার আজ আছে কাল নেই,,,,
       অতএব শক্তিকে সংযত করো!!!
শক্তির অপব্যবহার কখনো মানুষকে পূর্ণতা দিতে পারেনা,,,
। শক্তি তুমি শক্তি তুমি এনে দাও প্রাণে ভক্তি,,
        শক্তি তুমি শক্তি,,,!!!!
      জীবনে যা কিছু জাহা,,, তুমি অনন্ত রূপে তাহা,


   পৃথিবী কে করেছে মধুময় তোমার শক্তির বিন্যাস
     তুমিতো পরম শক্তি নিভৃত দুয়ার খুলে,,,
  তুমি মেখে আছো ঝর্ণা নদী একটি জংলি ফুলে,,
  
তুমি বিশ্ব চরাচর এখানে-ওখানে নীল দিগন্ত পানে,
তুমি মেখে আছো শক্তি অপূর্ব শ্রীনিকেতন কামিল মানুষের ধানে,,,।
         তুমি শক্তি বিভিন্ন রূপ খারাপ ভালো-মন্দ
     তুমিতো শক্তি সবের মাঝি এনেছ গানের ছন্দ,,


কবি তোমায় কবিতা লেখে ওয়াও তো এক শক্তি,,
পরমাত্মার মিলনে যে জান রেখেছে প্রাণ ভক্তি,,,
শক্তি তুমি শক্তি শক্তি তুমি শক্তি,,!!!
তুমি যন্ত্র তুমি মন্ত্র,, তুমি হাতের ওই মোবাইল,,
তুমি বায়ু তুমি বাতাস ওই শক্তির ই প্রমিল,,,,


      মহাকাশ ওই আসমান গগনভেদী ওই শক্তি মূলাধার,,,


মানুষ তাই তো অভিযান করে যেন সোনার অলংকার,,,
, শক্তির ওই অপূর্ব বিন্যাস ওই মহাকাশে চলে,,
পাহাড় পর্বত ঝর্ণা নদী সাগরের ঢেউ ও জলে,,
অপূর্ব এ শক্তি,, সৃষ্টি নিরিখে ঘেরা,,
   যেন একে অপরের পরিপূর্ণ মিলনে পরস্পরা,,
প্রকৃত শক্তি কোথা হতে আসে কোথায় বা সে যায়,
মেঘে মেঘে আলোকবর্তিকা যেন বিজলী চমকায়,,


     মানুষ তুমি মহিম তুমি কি জানো??? তোমার কত যে শক্তি,,,
ফিরে যদি চাও প্রেমের ডোরে দেখতো কত ভক্তি,,
সসীম ও অসীম জীবনীশক্তি,, কোথা হতে আসে যায়,,,,
যাওয়া-আসার ভিড়ে মানুষ যেন কত থাকে হীনতায়,,
কিন্তু শক্তি প্রকৃত অর্থে বিভিন্ন রূপে চলে,,
আঁকা আছে দেখো মানুষ তোমার তোমারি কৌশলে,,


অনন্ত শক্তি মানুষ তুমি মহিম যখন তোমার দ্বারে,,
সপ্ত আসমান ভেদিয়া তুমি তাকাও তো বারে বারে,,
এই মোহনার তীরে কত যে মানুষ সেই শক্তির স্মৃতি,,,
কত যে গান কবিতা ছন্দ রেখে গেছেন প্রেমগীতি,,
সৃষ্টি হল সুন্দরতম কত নব নব আবিষ্কার,  
কত বিজ্ঞান কত জ্ঞানের পৃথিবীতে পড়ল অলংকার,
কিন্তু তুমি শক্তি আলো আঁধার অবিমিশ্র ধারা,,
তুমি যুগে যুগে শক্তি সাহস যুগিয়েছে ঐতো ধ্রুবতারা,,
        
শক্তি তুমি পবিত্রতম শুধু মানুষের জন্য
তোমার চলো যেন হয় শুধু মানুষকে করিতে ধন্য,,
শক্তি তুমি শক্তি প্রাণে রাখ সে ভক্তি শক্তি তুমি শক্তি,,
*****************************