যে রচে ঘর সে হয় পর-বসবাস করে অন্য,
মাথার ঘাম পায়ে ফেলিয়া, অপরকে করে ধন্য।
যত পারাবার এরাই দুর্বার- গিরি সংকট অভিযান,
প্রতিটি সৃষ্টি অক্লান্ত শ্রমে ,তাদেরই সে প্রতিদান।
পৃথিবীর মাটি হয়েছে খাঁটি -ফলেছে ফসল ফল,
নিভৃতে কাদের করুন অশ্রু দেখেছো সে কি জল?
এদেরই শ্রমে পৃথিবী ক্রমে -হয়েছে উন্নত শির
ওই মহতি আঁকা আছে যত ,সৌন্দর্য এ পৃথিবীর।
এরাই দিয়েছে শ্রম ভারত-চীন রোম যত প্রাসাদ অট্টালিকা
এদেরই বিহন নাই কিছু দেখো সবই যেন মরীচিকা।
নগর উদ্যান এদেরই সে দান এরাই দুঃখি দিন,
তোমার টাকায় ঘুরেছে চাকা পারিবে শোধিতে ঋণ!
ভুলে কেন যাই এদের ব্যাথায় সৃজিত বসুন্ধরা,
নীলিমার নীলে শোভীত যেন এরাই সন্ধ্যাতারা।
যুগে যুগে এরা কর্মেতে সেরা ভাবো কেন তুমি হীন,
আঁধারের মাঝে এরাই আলো এনেছে তারাই দিন।
মিনারে মতি দিয়েছে পতি সাজিয়েছে কে বা কারা,
অসাধ্য শ্রমে গড়িল তাজমহল যারা আজ সর্বহারা।
ভাবো কি কথা এদের ওই ব্যথা -পূর্ণিমার জোৎস্নানায়,
ভাবলে তুমি খুঁজে পাবে এদের ,ভালোবাসার মোহনায়।।