অগণিত সৃষ্টি মহিমায় সমাহার
নিখুঁত শিল্প সাজানো অলংকার
লক্ষ লক্ষ জীব, সেথা সমাদৃত
কত অগণন সৃষ্টি পরিচিত-অপরিচিত


তার মাঝে মানুষ সৃষ্টি বৈচিত্র্যময়
প্রভুর নেয়ামত এ বড় বিচিত্র বিস্ময়
জ্ঞানে গুণে চেতনায় সে সমুন্নত
তার পদধূলি সব জায়গায় উপস্থিত


সৃষ্টির মাধুর্য যা তাকে নিয়ে ঘেরা
সেখান থেকে যায় না চক্ষু ফেরা
সৃষ্টির আদি রহস্যাবৃত  মম বিস্ময়
প্রকৃত ধ্যানি  যে জন পেল সে পরিচয়


অফুরন্ত সৃষ্টি ভান্ডার অগণন পথ
মানুষ  তার অনুপম মাধুর্য ভূত ভবিষ্যৎ
সৃষ্টি সৌন্দর্য যা কিছু মানুষকে ঘিরে
সমস্ত সৃষ্টি নির্যাস, মানুষের মোহনা তীরে


প্রকৃত পরিচয় যে জন করিল উন্মোচন
খুলিয়া দিব্যদৃষ্টি আধ্যাত্মিক ত্রিনয়ন
সবাকারে প্রভু অনিন্দ্য নিত্যতার মাঝে
প্রকৃত প্রভু মানুষেরই সৌন্দর্যের মাঝে